আমি চলে যাবো ঠিক'ই
কিন্তু তার আগে সুখের ছাড়পত্র বানিয়ে দিবো
এই পৃথিবীকে আজকের শিশুর জন্য ।
চলে যাওয়ার আগে,
আমি এই ধ্বংসস্তুপ কে -অনন্য দ্বীপে সাজিয়ে দিবো
- তোমরা প্রাণে প্রাণ রেখে জানিয়ে দাও গোটা বিশ্ব'কে এই আমার দৃঢ় অঙ্গীকার ।


ভূমিষ্ঠ হলে শিশুর জন্মসূত্রে মহা প্রলয়ে করে যে চিৎকার -
আমি সেই চিৎকারে স্পষ্ট শুনি মুক্তির ছাড়পত্র,
আগামীর অধিকার হাতে প্রবেশপত্র কে করবে তারে বহিষ্কার ।


এ দেহ থেকে প্রাণ ছাড়ার আগে
এই পৃথিবীকে আমি স্বর্গরাজ্য বানিয়ে দিবো
এ আমার
দৃঢ় প্রতিজ্ঞা - আজকের শিশুর জন্য ।


এই পৃথিবীকে আমি সুখের ছাড়পত্র বানিয়ে মরে যাবো
তারপরও তোমাদের সাথে থাকবে আমার আর্শিবাদ আর সুখের প্রবেশপত্র ।