সময় নেই,
অবসর পেলে কোন একদিন দেখা হবে
চৈত্রের অলস দুপুরে!
ঋতু না'কি হেমন্তকে ভালোবাসে
তা'তে কার কী?
না মানে -
আমি তা'কে চিনি, দু'তিন বছর
আগের ঘটনা -
এই বাংলায় এক শীতের সকালে
নবান্ন এসেছিলো
কৃষকের হাত ধরে আনন্দ নিয়ে
পিঠাপুলি উৎসবে।
নতুন ধানের গন্ধে
ঋতু না'কি বেসেছিলো ভালো হেমন্তকে
সে বহু পোরানো কথা -
থাক এসব!
এক শীতের সকালে কৃষাণবধূ মুচকি হাসেছিলো
কৃষাণ প্রেম দেখে।
সেদিন'ই ঋতু না'কি হেমন্তকে ভালোবাসে
এসেছিলো
এই পিঠাপুলির উৎসবে
এই নবান্নের দেশে।