আমি তারচে  বরং অভিশাপ দেই
প্রেমের অভিশাপ!
কষ্টের মুখোমুখি দাঁড়িয়ে শান্তির শর্তে!
তুমি বরং ততটা দূরে চলে যাও
যতটা দূরে গেলে তুমি আমার হও।


তারচে বরং তুমি প্রতিশোধ নাও
আমাকে বিয়ে করে!
অশান্তির আগুনে পুড়ে শেষ করে দাও
জ্বলন্ত কয়লার বার হয়ে।


তুমি বরং শুদ্ধ হয়ে স্পর্শ করো
নিষিদ্ধ সম্পর্কে!আমি 
খুব স্বাভাবিক ভাবে অনুনয় করছি
তুমি আমাকে ভালোবাসো।


না হয় আমি তোমাকে অভিশাপ দিব
এমন অভিশাপ দিব
পরের জন্মে গায়ের সব চাইতে কুচ্ছিত
লোকটি তোমার প্রেমিক হবে।