একখানা চিঠি লিখ,মনের মাধুরি মিশিয়ে,             প্রিয় ফাল্গুনী হাওয়া:
একুশের রং দিও
সেই চিঠি'তে -আরও দিও,
সিঁথির সিঁদুর, হাতের শাখা ,ধবধবে সাদা শাড়ি,
আর দুঃখ-শোকের অশ্রু।


সেই চিঠিখানা যেন হয়-
পৃথিবীর সপ্তম সৌন্দর্য  মিশ্রিত
" অ আ ক খ "বর্ণের
সেই চিঠি' যেন হয়-
সালাম,বরকতের রক্তে।
আরো দিও খ'মিছিলের দশ'টি মুষ্টিবদ্ধ হাত,
রফিক, জব্বার, শফিউলের ঠোঁটে  উচ্চারিত শব্দের মিশ্রিণে।


সেই চিঠিখানা যেন হয়-
নাম না জানা,
শহীদের বুক থেকে বারুদের বিষ নিয়ে লেখা "আ-মরি বাংলা ভাষায় "।