আমার  কলম গণহত্যাকারী
আমার কবিতার ডাইরি গণধর্ষণকারী,
যে কোনো সময় মাথা ও মগজে আঘাত
হানবে ঝড়ের ক্ষীপ্রতায়।
যদি এখনি প্রতিবাদ না করি
যদি এখনি না আটকাই
একে অন্যকে দোষারোপ করে যদি
ধর্ষকের বিরুদ্ধে - খুনির বিরুদ্ধে
ঐক্যবদ্ধ হয়ে না দাঁড়াই তবে বৃথাই জীবন।
-অগ্নিতে নিক্ষেপ করা প্রতিটা শিশুই আমার কবিতা ।
সমস্ত সত্যের জয়ধ্বনি, ধর্ষিতার লজ্জা,
বন্দুকের নলে ঝড়া বারুদ,
হত্যাকারী হাতের ছুরি থেকে গড়িয়ে পড়া
টকটকা লাল রক্ত
যেনো আমার কবিতার প্রতিটা অক্ষর।
যদি এখনি দুর্নীতির বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে না দাঁড়াই
যদি এখনি আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন না হই
তবে আমরা হবো দুর্নীতিবাজ ঘুষখোরের পিতা।


----------------১৩/০১/২০২০ইং