আপনার মনে কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন!
সদাগর সাহেব
যা সত্য তাই আমাকে বলতে হবে!
তাতে যদি আপনার কাঁটা গায়ে নুনের ছিটে পরে
তা হলে আমার কী করার আছে? বলুন।
আপনি তো জানেন?সদাগর সাহেব
আমি সত্যের ফেরিওয়ালা!
আমার এই লড়াই অসহায় মানুষের জন্য
আপনার মত মুখোশদ্বারী দুর্নীতবাজ, ঘুষখোর
সমাজ বিরোধীদের বিরুদ্ধে
আমার কলম ব্যবহারিত হচ্ছে অস্ত্র হিসেবে
বাংলা বর্ণমালার প্রতিটি অক্ষরে
একটি ক্ষুর্ধাত শিশুর জন্য।
কিছু মনে করবেন না, সদাগর সাহেব
এই যে ইঁদুরের মত
আপনারা জননী শাড়ির আঁচল কাঁটছেন!
যার গর্ভে আপনার জন্ম,তাকে উলঙ্গ করতে
আপনার বিবেকে কি একটুকু বাধছে না!
আমার কথায় রাগ করবেন না, সদাগর সাহেব
আপনার গর্ভধারিণী মা যখন পাগলের মত
উলঙ্গ অবস্থায় আপনার সামনে দিয়ে
হেঁটে যাবে তখন কি
আপনার লজ্জা করবে না?
সদাগর সাহেব ভাইকে মেরে বড় হয়ে
মাকে উলঙ্গ করে স্ত্রী পুত্র'কে পড়িয়ে কি লাভ? বলুন।