যুদ্ধে ধরা পরলাম পাকিস্তানি মিলিটারি কাছে।
আমাদের হাত-পা চোখ বাঁধা,
তিন দিন পৃথিবীর আলো
বাংলার আকাশ - বাতাস কিছুই দেখি নি।
টেনেহিঁচড়ে আমাদের হাতের নখ তুলে
লোহার বেড়ি আগুনে পুড়িয়ে
আমাদের শরীর ক্ষত বিক্ষত করে
লবণ ছিটিয়ে দিল ।
কতবার যে -হুঁশ হারিয়েছি বলতে পারিনা।
তবে শেষ বারের মত যখন হুঁশ ফিরে!
আমাদের দিকে থাকিয়ে কিছু শকুন বলেছিলো
কিরে -
ব্যথা পাচ্ছিস?
এত অল্পতে ব্যথা পাস?
একেবারে খাঁটি বাংলায় কথা গুলি বলেছিলো-
কিছু পশু! দেখতে অবিকল মানুষের মত!
ওদের মাথার চুল, হাত,পা-আঙ্গুল নাক কান চোখ
শরীরের প্রতিটা অঙ্গ , এমন কী ওরা মানুষের মত পোশাক ও পড়েছে।
আমাদের আত্মচিৎকার শুনে ওরা আনন্দে
অবিকল মানুষের মত হাসছে!
বাংলাদেশ চায় নি , পাকিস্তান চেয়েছিলো ওরা।
ওরা দেশদ্রোহী রাজাকার আল বদর আলশামস।
মনে হলো এই আঘাতের কাছে
পাকিস্তানিদের আঘাত অতি সামান্য •••••