কথা ছিলো গণতন্ত্র মুক্তির পর
                  পাট-ভূমির ভিতরে
এক নতুন সূর্য উদয় হবে,
                  ভালোবাসার পূর্ণ অঙ্গীকারে।


কথা ছিলো স্বাধীনতার পর
                   ডাঙ্গার জল নেমে গেলে
তুলে আনবে শালুকের মূল,
                    কথা ছিলো ধান ভাঙ্গা
শেষ হলেই কিনে দিবো
                     বধুর নাকের ফুল।


কথা ছিলো ইস্কুল তৈরির পর
                     সব দুর্নীতি অনিয়ম হবে বন্ধ,
শিক্ষার আলোয় আলোকিত হয়ে
                      উদ্ভাসিত হবে একটি গোলাপের বাগান।


কথা ছিলো প্রশাসন তৈরির পর
                        হলদে বনের পাশ দিয়ে
মুক্ত হরিণ হেটে যাবে শস্যক্ষেতে,
                        আর রক্তের হলি-খেলা বন্ধ করে, অথচ...।