প্রিয় বাবা
- অবকাশকাল ফুরিয়ে যাবার শেষ মূর্হুতে-
বুকের ভিতর একরাশ নীল নিয়ে"তোমাকে লেখা শেষ চিঠি"
-যে রাখালের বাঁশী  বিষন্ণতা ছুঁয়েছে
হারানো শিল্পীর ভাষায়; নিঃসঙ্গতা প্রিয়-কোন প্রজাপতি
পৃথিবীর চার ভাগের তিন ভাগ জলের ওপার থেকে
অলীক শামুকে করেছি " চিঠির" বাহক।
সে- আমার "দু 'চোখ" আজ পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল ছুয়েছে
প্রিয় বাবা...
-মেঘ, বৃষ্টি, রুদ্রনিয়ে একভাগ মাটি ;
"বুকের ভিতর নীল পাথর ভাঙ্গার শব্দ" দিয়ে -
লেখা আজকের চিঠি-
"মাটি তোমার সাথে মিশে গেছে না তুমি মাটির সাথে"
ভূরের শালিক, ঘাসের বুকে কুয়াশার চাদর, সাদা কাঁশফুলের সুন্দয্য
-যে বিষন্ণতা ছুঁয়েছে; নষ্টফুল, নিঃসঙ্গ প্রজাপতি,
ভুল বানানে ছিঁড়ে ফেলা কবির রাফখাতা
সব কিছু'ই দিয়েছি "তোমাকে লেখা আমার শেষ চিঠিতে"।