আজকে পূর্নিমা চাঁদ উঠেছে
নীল আকাশে
ঐ নীল আকাশে
বারো-ই রবিউল আউয়াল মাসে
নবী এসেছে
আমার নবী এসেছে।
ঔ চাঁদের স্নিগ্ধ আলো
রহমাতের দ্বার খুলে গেলো।
সবার মুখে মুখে হাসি ফুঠেছে।
নবী এসেছে
আমার নবী এসেছে।
বারো-ই রবিউল আউয়াল মাসে।
সূর্য উঠার আগে আলো ছড়ায়
নবীর ভালোবাসায় মুগ্ধো যে হয়
পাখিরাও গানে গানে।
গান গেয়ে যায়
নবী এসেছে,আমাদের গাঁয়।