কুরআনের বাণী পৌঁছাতে গিয়ে
শহীদী মরণ তোমার
সাঈদী তুমি করো একার নও
গর্ব করি তুমি সবার।

জালেমরা তোমার ভয় থর-থর
রাজনীতির মাঠে ঘাটে
বাতিলরা তোমার ডরে নর-চর
ছার ঝুকে মেঠো পটে।