আমি কৃষক সমাজের লোক বংশ পরম্পরায়  
যুদ্ধ করে বেঁচে থাকাই আমাদের ইতিহাস ।  
আমাদের রক্তে চাপা আগুন বিদ্রোহের বিপক্ষে অবস্থান  
চিরকাল নিরবে জ্বলে, জ্বলে জ্বলে ছাই হয় ।    


শস্য ও মাটি নিয়ে আমাদের সময় কাটে
আমরা ভ্রুণকে লালন করি
ফলবতী বৃক্ষের গোড়ায় জল ঢেলে
খুলে রাখি ভালোবাসার আগার ।  


আমরা মাটিকে ভালোবাসি, মাটি আমাদের প্রাণ  
এ মাটিতে খাদ নেই, এ মাটি মীর জাফর নয়    
আমার রক্ত এ মাটির ফসল ।  


ইটের কবর থেকে বেরিয়ে এসো আমার হাত ধরে টগবগে তরুন
এ মাটির বুকে গড়ে দেবো উলু খাগড়ার দোচালা ঘর
মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নেবে সিনা টান করে ।  


এ মাটি মীর জাফর নয়
আমার রক্ত এ মাটির ফসল ।