রী ডুবে যায়
দুচোখে অমানিশার কালোরাত
জানাশোনা পথঘাট মুছে গেছে জলাঘাতে
কোন্ দিকে যাবে পিতা নিয়তির তীরবিদ্ধ বাজপাখী
ছড়িয়ে দাও ভূবন কাঁপানো গর্জন এশিয়ার বেতাল হাওয়ায় ।


প্রলাপের ঝুড়ি বাতাসে উড়িয়ে ফিরে তাকাও যৌবনে
কেমন উন্মাদ ছিলে অবাধ্য যুবক মানোনি রীতিনীতি আদেশ-নিষেধ
বেঁধে রেখে লৌহশিকলে গতিময় রক্তকণিকায় নিশিদিন উড়িয়েছো
রঙিন ফানুস ।  আজ তাই শাস্তি নাও তীরবিদ্ধ রাজহাঁস
এক ঝাঁক মাংসপিন্ড কুঁড়ে কুঁড়ে খাক্ তোমার দেহ ।