বিষধর কালনাগ বহুকাল কেঁদেকেটে একদিন রাতের বেলা  
মা জননীর পা ছুঁয়ে ইঁদুর খাবার লোভে রেলের নরম গতিতে
বিছানা বিছিয়ে তার হয়ে গেলো রেলের কালো বিড়াল দুরন্ত দুর্বার  
সাঙ্গ পাঙ্গ সব দেশ জুড়ে উড়ালো বিপ্লবী ঝান্ডা ।    


আনাচে কানাচে পেতে ইঁদুর মারার কল খোলা রাখে দরোজা
মাঝরাতে চুপিচুপি ঘরে ঢোকে বস্তা বস্তা বিষটোপ ।


শেষতক একদিন ভোররাতে লুকোচুরি খেলতে খেলতে
রেলের কালো বিড়াল পটল তুললো রাজধানীর নামীদামী ভবনে
ঘরভরা বিষটোপ পেছনে ফেলে ছাই হয়ে মিশে গেলো মধ্যদুপুরে।