স্বদেশ তখন কাম্য ছিলো । একটি আজন্ম ঠিকানার জন্য ছিলাম উন্মাদ ।
তাই হালের বলদ, লাঙ্গল জোয়াল, বাড়িঘর, বিষয়আশয়, পরিবারপরিজন
ফেলে দিয়ে কাদাময় হাতে তুলে নিয়ে ছিলাম অস্ত্র যাবতীয় যুদ্ধ সরঞ্জাম ।
সাধের এই দেহ, দেহে লুকানো প্রাণ অবলীলায় সঁপে দিয়েছিলাম কামানের মুখে
প্রেমের কথা, নারীর কথা তার গোপন সম্পদের বাহারী চমক ছিলো না মনে ।  


এখন চিন্তায় স্বদেশ আসে না । তার শীর্ণ প্রান্তর শুকনো মুখ নগ্ন দেহ
রক্তে তোলে না উতালপাতাল ঢেউ, জাগায় না শিহরণ ।


এখন অস্ত্র চাই না, ভাত চাই
রাজনীতি চাই না, হালের বলদ চাই
যুদ্ধ চাই না, শান্তি চাই
নেতাদের পেটে সাবাড় হওয়া বাস্তুভিটা ফেরত চাই
ফসলী জমি, সোনাবরণ বালিকা বধু, লাঙ্গল জোয়াল সবকিছু ফেরত চাই
আমজনতার নিরাপদে বসবাসের স্বাধীনতা চাই ।