মনের ঘরে বৈরাগীর কীর্তন তুলবে যখন আলোড়ন
সকালের সোনা রোদ, রোদ পোড়া দুপুর, বিকালের বৃষ্টিভেজা আলো
ঝিরঝির বাতাস
মনুয়ার দূরদেশ যাত্রা পারবে না ঠেকাতে ।


মনের ঘরে ঢুকবে যখন জটাধারী বাউল
সবুজ ঘাস, বনবনানী, মনোহর বাগান, মনের সুখে মৃদু হাওয়ায় নৃত্যরত
মাঝবয়সী ধানের বাচ্চা, বাড়ির উঠোনে খেলারত নরোম দেহের ছেলেমেয়ে
মায়াময় পথের হাতছানি পারবে না থামাতে ।


দেহের মাঝে নাচবে যখন অদেখা আলোর চেরাগ
আলোর বন্যায় ভেসে যাবে পরিবার সখের ঘরসংসার  
আটাশির বন্যার মতো লন্ডভন্ড হয়ে যাবে হিসাব নিকাশ আয় ব্যয়
কবিতার প্রেম, বিশ্বাস অবিশ্বাসের খেলা, রঙিন সুতোর জাল  
শাদা কাপড়ে পুটুলি বেঁধে অদেখা ভূবন ঢাউস পেটে করবে সাবাড়
যেমন করে জুয়েল আইচের যাদুমন্ত্র ।