ইদানিং সব কাজেই আমার ভুল হয়ে যায়
ভুল করেছি ভেবে নাও থেকে নেমে পড়ি মাঝ গাঙ্গে
উল্টো সাঁতার কেটে পথহারা নাবিকের মতো তীরে উঠি
ভুল পথে হেঁটে যাই চরের বুক বেয়ে
প্রিয় কিষাণের দল ভীরু বলে গালি দেয় ধান ক্ষেত নিড়াতে নিড়াতে
আমাকে নিয়ে বাঁধে জারি সারি ভাটিয়ালি গান ।  


ইদানিং সব কাজেই আমার ভুল হয়ে যায়
আত্মীয় মতো একজন একটু ঝুঁকে হাত তুলে সালাম দিলেই মনে হয়
চোখ মেরে মুখোমুখি উন্মুক্ত করেছে ধারালো তলোয়ার
এখনই বসিয়ে দেবে আমার বুকে। তারপর বুকের দরোজা এঁটে
চোখের পলকে ফালিফালি করে কাটবে আমার কলিজা  । বেলা গড়িয়ে
বিকেল হলে কুরবানীর মাংসের মতো পলিথিনে মুড়ে বসাবে ভাগা ।
আশেপাশের নিরন্ন জনতা
মনের সুখে নিয়ে যাবে আপন হিস্যা ।


ইদানিং সব কাজেই আমার ভুল হয়ে যায়
ভোরবেলা খুঁড়িয়ে খুঁড়িয়ে রাজপথ ধরে যখন হেঁটে যাই কাজের তালাশে
পাশের বাড়ির মনু ড্রাইভার বাস থামিয়ে কাজ দিতে চাইলে আমার মনে হয়
বাস তার বোমার পাহাড়, আমাকে ঢুকিয়ে রিমোট টিপে উড়িয়ে দেবে
আমি ভুলে যাই মনু ড্রাইভার আমার বন্ধু স্বজন, আমাকে বাঁচাতে চায় ।


অভাবের চাকা ঘুরছে অবিরাম ইদানিং সব কাজেই আমার ভুল হয়ে যায় ।