কানুর মাগো, কেঁদে কেঁদে মরু প্রান্তর হয়ে লাভ কি
কাঁদলে মুর্দার কষ্ট হয়
এসো প্রার্থনা করি, মুর্দার বেহেস্ত নসীব হোক ।


ফাল্গুনের এক তারিখ
বসন্তের হাওয়া নিয়ে কানু মিয়া ফিরে এলো শহর থেকে
অষুদপথ্য খেয়ে পড়স্ত বেলা দিনের সমাপ্তি টানলো
উঠোনের এক কোণে তার ঘর ।

ফাল্গুনের এক তারিখ বরাদ্দ দিন শেষ
কানু মিয়া আত্মীয় ভুললো, বন্ধু ভুললো, সবুজবনানী ইতিহাস ভুলে
একা একা মাকে রেখে ফিরে গেলো আপন ঘরে ।