তুমি আমার স্বপ্নে পাওয়া লাল পরী
সোনালী ডানায় ভর করে উড়ে বেড়াও আমার আকাশে
বেণী দুলিয়ে খেলা করো, প্রেমের সুতায় মালা গাঁথো
অবিরাম ।


ডাগর ডাগর চোখ তোমার পাখির বাসার মতো
ঘুমের ঘোরে আমাকে ডাকো-কাছে এসো
সুতনুর সুবাস ছড়িয়ে আঁকড়ে ধরো
উষ্ণ নিঃশ্বাসে ভাসাও আমার ভূবন ।


তুমি আমার বালিকা বধু স্বপ্নে পাওয়া চাকচাক মধু
তরতাজা গোলাপ-কামিনী সদ্য ফোটা রক্ত জবা
রসে টইটুম্বুর রজনী গন্ধা ।


মরুভূমির লাইলী তুমি প্রেমের ভূবনে ছিটাও প্রেমাক্ত জল
চোখের পলকে স্বর্ণলতার মতো পেঁচিয়ে ধরো আামার সর্বাঙ্গ
যাদুমন্ত্র পড়ে নিমিষে বানাও মরুভূমির মজনু ।


কৃষ্ণের বাঁশিতে আমি কৃষ্ণ হয়ে তুলবো সুর শান বাঁধানো ঘাটে    
রাধা হয়ে তালে তালে এসো তুমি বধুয়া আমার
তোমার রূপের ঝলকে পাগল হয়ে
হয়ে যাবো আমি পাগলা কানাই ।