আমার জন্ম শহরে নয়, নগরেও নয়
আমার জন্ম ফসলের মাঠঘেরা সুবর্ণ গ্রামে ।  


আমার জন্ম শহরে নয়, নগরেও নয়
আমার জন্ম সবুজ বৃক্ষরাজির ছায়াঢাকা সুবর্ণ গ্রামে ।  


আমার জন্ম শহরে নয়, নগরেও নয়
আমার জন্ম রোদছায়ার লুকোচুরি খেলার প্রেমকানন
সুবর্ণ গ্রামে, যেখানে ভরদুপুরে লিলুয়া বাতাস
আমার নয়নে ছড়িয়ে দিতো ঘুমের আবেশ ।    

আমার জন্ম শহরে নয়, নগরেও নয়
আমার জন্ম শাপলাফোটা শান্তজলের শাপলা পুকুর গ্রামে
যেখানে ছিলো না কোন কালো বিড়াল রক্ত পিপাসু হায়েনার দল ।
  
সেই কিশোরবেলার সুবর্ণ গ্রাম এখনতো আর গ্রাম নেই
শহর-নগরের দুর্গন্ধেভরা বিষাক্ত হাওয়া, রাজনীতির মরণ-ছোবল  
খাবলে খাবলে তুলে নিয়েছে তার ছাল-বাকল, রসেভরা যৌবন
সবুজ প্রাণ । এখন তার আনাচে কানাচে ওঁৎ পেতে থাকে
কালো বিড়াল রক্ত পিপাসু হায়েনার দল ।