আজি এ প্রভাতে হেমন্ত কাননে,
লহ সবি এই ক্ষণে, বিদায় সংবর্ধনা।
বিদায় লহ আজি ওহে নবীনের দলে,
এ বিদায় আজি নব আনন্দ,নহে সে বেদনা।।
করি আশির্বাদ হৃদয় মন দিয়ে,
বিদায় লহ আজি, করি আশির্বাদ মম মনে।
বিদায় লহ, লহ আজি, বিজয় ছিনিয়ে আনিবারে,
হইবে সার্থক তব আজি এ বিদায় রণখন।।
তব লহ প্রতিজনে আশির্বাদ বিদায়,
মস্তকে করো ধারণ তব এই ক্ষণ বরণ।
আনিয়া দিবে সবি সাফল্য বিজয়,
জয়ধ্বনি-উল্লাস হইবে যবে এই তব খন।।
আজি এ বিদায় কলরবে,
করি তব হৃদয় মনদাঁরে।
আছে সম্মুখে যে কটি দিন,
করিও অধ্যায়ন সবি, মনটি তব দিয়ে।।
আজি এ প্রভাতে হেমন্ত কাননে,
লহ সবি এই ক্ষণে, বিদায় সংবর্ধনা।
বিদায় লহ আজি ওহে নব নবীনের দলে,
এ বিদায় আজি নব আনন্দ,নহে সে বেদনা।।