আজি ভোরের আকাশে,
শান্তির আভাস লাগিছে মম হৃদয় কুঠিরে।
বহিছে বায়ুতে মৃদুলা ছন্দে,
পাখিরও কন্ঠে সুমধুর ধ্বনিতে।


নাচিছে মম শীতল আভার বরণে,
তেজের পুরুষ ধীরিধীরি নয়নে,
পুর্ব গগণে ঝারিয়া দহনে মাতিবে সে পলকে।
শ্রাবণী ধারা ভাদরি মেলায়,
মাতিলো গতিতে মৃদুমন্দ বাতাসে।


ক্ষণ তরিকুলে রবির কিরণে,
পঙ্খির স্বরে নিদ্রা দূর আজি মনের বারিধারাতে।
প্রফুল্লচিত্তে জাগ্রত মনে মেলিয়া আঁখি,
মৃদুবায়ু মনদেহে টানিছে বাহিরে।


প্রার্থনা করি মনে প্রভুত্ব পদে,
কাটে দিন ক্ষণে এই ধারা মনে।
আজি ভোরের আকাশে,
শান্তির আভাস লাগিছে মম হৃদয় কুঠিরে।