পদ্য সাজাতে আসিনি আজ,আসিনি ছন্দ গুনতে!
মনের দুঃখ পাতায় লিখবো,দুঃখের জাল বুনতে।
এই পৃথিবী কত ভালো সেটা মানবো তুমি আমি,
কিন্তু ঐ মেয়েটি মানতে কী পারবে যে হয়ে ছিল কম দামি?
তার কাছে তো দেবালয় মানে বিভীষিকার ডাক;
এক দেবতা যিনি ঘুমন্ত আর শুধু নির্বাক।
এক পৃথিবী ফেলছে জল করছে প্রতিবাদ!
আর এক পৃথিবী দেবালয়ের মত ঘুমন্ত নির্বাক।