আজ ধরার দুয়ার খুলে
সুন্দর আসে দুলে দুলে;
নাচরে মন, নাচরে প্রাণ
তুইও দু-হাত তুলে।
বন্ধ ঘরে অন্ধ হয়ে
আর থাকিস না তোরা।
সুন্দরের মাঝে আজ
দেরে তোরা ধরা।
কষ্ট,ব্যাথা,দুঃখ ভুলে
নাচরে আজ তাদের তালে।
তাদের মাঝে কররে স্থান,
গারে আজ তাদের গান।
আজ ধরার দুয়ার খুলে
সুন্দর আসে দুলে দুলে।
ভুলরে আজ আপন পর
ধররে হাত সবার ধর।
গোপন আশা,গোপন ভাষা
রাখ তুই আজ দূরে,
নাচরে আজ সবার সাথে
সুন্দরের এই সুরে।