সরু সরু লোকটার গেরুয়া যে পরণে,
গুরু গুরু বলে সবে পড়ে দেয় চরণে।
কেউ নেয় পদধূলি মহাধূলি ভাবিয়া,
কেউ দেয় সোনা-দানা,ঝোলা উঠে ঝাঁকিয়া।
গুরু বলে--''দাও দাও,দিয়ে দাও সকলে;
পাপ জলে ভেসে যাক,ধনেদের বদলে।
তোরা মোর ছেলেপিলে, কিবা আর বলি রে;
বড়জোর এক টাকা দিয়ে দিলে চলি রে।
নিতে হয় তাইনি মহাবাবার আদেশে,
তিনি কয়--' নিবি দিবি পাপীদের প্রদেশে।'''
তবে ভাই গুণী বাবা করে নাই সমীহা,
যার নাই বেশী ধন,দেয় টাকা কমিয়া।