রাত শেষে কবি হাসে খুলে দেখে খাতাটি,
ঝিকিমিকি শব্দেই ভরে গেছে পাতাটি।
আকাশের যত তারা দিয়ে গেছে ওরা ধরা;
আলো আলো আভাসেই ভরে গেছে গোটাটি।
ওঠে নি তো এখনো যে প্রভাকর আকাশে,
রাত রাত গন্ধটা ভাসছে যে বাতাসে।
ছোট ছোট ফুলগুলা ঘুমে ওরা আধমরা,
ঘাসে লাগা শিশিরো যে এখন তো ফ্যাকাশে।
শিউলির ফুলগুলো এলোমেলো ছড়ানো,
এর সাথে ওর বুক আধা-আধি জড়ানো।
ঝরে গেছে ওরা দেখো তবু যেন আশা ভরা,
দুঃখের শেষ নেশা আশা দিয়ে হরানো।
ফাঁকা ঘরে একা কবি সবকিছু দেখে যে,
রাত জাগা চোখগুলো ঘুম ছবি আঁকে যে।
কেউ আজ তার কানে বলে যায়--''হলো করা,
সাজা রথ থেমে আছে ঐ পথ বাঁকে যে।''
ঘুম ঘুম চোখে কবি ঢুলে ঢুলে দাঁড়ালো,
কাঁপা হাত তার দিকে খুশী মনে বাড়ালো।
দেখে গেলো শেষ দেখা খাতা তার আলো ঝরা;
রাত রথ রাত পথে নিমেষেই হারালো।