খেলতে শিখেছে,
            সে খেলতে শিখেছে,
খেলার জন্য বিকেল বেলা
            মাঠে এসেছে।
বাবা তার ব্যস্ত কাজে
            মা আছে ঘরে,
মুখোশ পরা যে লোকটি
            চেয়ে আছে দূরে,
এক হাতে তার খেলার ব্যাট
            এক হাতে তার মালা।
এক মনে দেখছে কেবল
            ছোট মেয়েটির খেলা।
বিকেল যখন রাত হবে,
            রাত হবে ভোর,
ছোট মেয়েটি আর আসবে না
            আর খুলবে না দোর।
এক অসহায় কান্না বাতাসে
            ভাসবে সারা বেলা,
ছোট মেয়েটি হারাবে কেবল
            বন্ধ হবে না খেলা।