নিজ হাতে লাগানো আমলকির ছোট গাছ,
বড় হয়ে গোল করে ভরিয়েছে চারিপাশ।
কত পাখি আসে যায় নীড় বাঁধে নিরাশায়,
সময়ের ঝড় এসে সবকিছু ভেঙে যায়।
জানালার ফাঁক দিয়ে দেখিতাম প্রতিদিন,
আমি যেন ভগবান ওরা যেন খুব হীন!
চেয়ে চেয়ে দেখিতাম করার যে কিছু নেই,
সাহায্য করতে গেলে ওরাতো পালাবেই!