অভিধানে খুঁজে খুঁজে এনেছি যে জ্যান্ত,
লাফালাফি করে নাই,ভাবনা যে শান্ত!
গোটা দুই গুনে গুনে ছেড়ে দিলে কবিতায়,
বুঝে যাবে ঠেলাটা, ঘুরবে মাথা ডায়-বায়।
বড় বড় গুণী ভাই তাজা এই টনিকে,
শান্ত সে করে দেয় রাহু থেকে শনিকে।
তাবিজের সাথে ভাই দিয়ে দিলে গোটা দুই,
গ্রহদোষ কেটে যাবে,ঘুরবে সে বুই বুই।