রাজবাড়ি জেগে আছে
          হারাবে না করে পণ,
সময়ের দানবেরা
          গুঁতো মারে প্রতিক্ষণ।
ভেঙ্গে যায় ধীরে ধীরে
          ক্ষয়ে যায় ঘরগুলো,
উঠোনের মার্বেল
          হারিয়েছে বুনো ধুলো।
দেয়ালের গায়ে গায়ে
          গড়ে ওঠা শেওলার,
দিন দিন বেড়ে যায়
          নিজেদের অধিকার।
নকশায় ভরে ওঠা
          মনোরম ছবিঘর,
হারিয়েছে কবে সেই
          অতীতের হয়ে চর।
ধুলোমাখা আঙিনায়
          নিরাশায় ফেলে শ্বাস,
ধীরে ধীরে ক্ষয়ে যায়
          গড়ে ওঠা ইতিহাস।