মেঘ মেঘ ভালোবাসা জল হয়ে ঝরে যায়,
বেগ বেগ আবেগের ক্ষয়ে যায় নিরাশায়।
শুরু হয় শেষ হয় পৃথিবীর আদি হতে,
পুরু হয় সরু হয় সময়ের এই স্রোতে।
ঝন ঝন নুপুরের বেজে ওঠা ঝংকার,
মন মন শুনে আর ভুলে যায় প্রতিবার।
সকালের রোদ দেখে পড়ে কী তোমার মনে,
অকালের ঝড়ে ভাই কত ফুল ঝরে বনে?