চলো যাই ভেসে ভেসে তারাদের ঐ দেশে,
রাত জেগে ঘুম মেখে ক্লান্ত শীতল বেশে।
জানা আর অজানার মহা এই সমাহার,
ঝিলিমিলি নীলিমায় ফাঁকি দেয় বারবার।
পৃথিবীর আদি হতে বয়ে চলা ইতিহাস,
তারাদের ঐ বুকে আজও যে করে বাস।
কত যুগ বয়ে যায়,কত যুগ আসে হায়,
আঁধারের ফাঁক দিয়ে তারা সব দেখে যায়।
চলো যাই ভেসে ভেসে তারাদের ঐ দেশে,
রাত জেগে ঘুম মেখে ক্লান্ত শীতল বেশে।