ঝরা কুঁড়ি গাছ তলে মৃদু মৃদু চায়,
ফুটা ফুল গাছ থেকে শুধু হেসে যায়।
'' অকালেই ঝরে গেলে,বিধাতার খেলা;
কেউ পায় ভালোবাসা,কেউ পায় হেলা!''
ঝরা কুঁড়ি তলদেশে মৃদু স্বরে বলে,
'' শুকালে দু'জনকেই যাবে সবে ভুলে!''