কালকে যদি বৃষ্টি নামে হঠাৎ করে ঘুমের দেশে,
দেখবে তুমি গেছেন জেগে মানবতাও ব্যাঙের বেশে।
চেঁচাবে তারা, রাত্রিময়, ক্লান্তিহীন, নেই যে ভয়,
কিন্তু কিছু সময় পরে আবার সব পাতাল দেশে।
কালকে যদি উঠেন ঝড় দেখবে তুমি শুষ্ক পথে,
ধুলোর পাশে ঐক্যরাও উড়তে থাকে বায়ুর রথে।
ভুলে বাঁধন বায়ুর জোরে, বেড়াবে উড়ে আজব ঘোরে,
কিন্তু হায় থামলে ঝড় আবার সব আগের পথে।
কালকে যদি জোয়ার আসে আশা বিহীন নদীর বুকে,
দেখবে সব স্বপ্নরাও জলের সাথে ফুলছে সুখে।
খুশির তেজে উঠবে মেতে, ছড়িয়ে যাবে পাশের খেতে,
কিন্তু শেষে আবার নদী থাকবে পড়ে শান্ত বুকে।
কালকে যদি তুষার পড়ে বরফ ঢাকা মাটির গায়,
তখন যেন ভালোবাসাও তাদের সাথে ঝরতে চায়।
ঝরবে তারা রাত্রি ধরে, বরফ ঢাকা মাটির পরে,
কিন্তু হায় হারিয়ে যাবে আবার সব মাটির গায়।
কালকে যদি ভূমিকম্পে দালান বাড়ি কাঁপতে থাকে,
তাদের সাথে জেদগুলোও উঠবে দুলে ভূমির ফাঁকে।
মনের তালে দুলবে তারা, চিন্তাহীন বাঁধন হারা,
কিন্তু কিছু সময় পরে আবার সব থেমেই থাকে।