নদী তীরে ছোট মেয়েটি
                   দাঁড়িয়ে আছে একা,
তরণী নিয়ে তার বাবা
                   কখন দিবে দেখা?
রাতের শশী আলো মেখে
                   হাঁটছে দুলে দুলে,
মায়ার পরী মধু খেয়ে
                   ঘুমিয়ে আছে ফুলে।
মিশছে ধরা মায়া দেশে
                   রাতের সুরে সুরে।
ছোট মেয়েটি এক মনে
                   চেয়ে আছে সে দূরে,
গাল বেয়ে পড়ছে ঝরে
                   দুটি আঁখির জল।
শুনছে সে উদাস ভাবে
                   নদীর কলকল।
সময়েরা যাচ্ছে চলে,
                   দাঁড়িয়ে সে যে একা;
তরণী নিয়ে তার বাবা
                   কখন দিবে দেখা?