ছেঁড়া অভিধান ছুঁড়ে ফেলে দাও
                 শব্দেরা পড়ুক ঝরে,
বৃষ্টির মত ফোঁটা ফোঁটা হয়ে
                 এই ধরণীর স্তরে।
ভিজে যাই আমি,ভিজে যাক সে,
                 হয়ে যাক প্রতিবাদী;
চিনেনেক সে কিছু পায়নি,
                কুয়াশায় ভরা আদি!
চিরকাল ধরে খেটে গেছে শুধু
                ঘামঝরা নিরাশায়,
ভিজুক ভিজুক আজকে ভিজুক
               শব্দের বৃষ্টিধারায়।
নিরক্ষরতার দু'চোখ থেকে
              পড়ুক ঝরে জল,
বলুক বলুক আজকে বলুক
              অশিক্ষা এক ছল!