পথের পাশে মলিন বেশে
                বসে কেন আছিস?
বেঁচে থেকে মরার মতো
                মিছে কেন বাঁচিস?
উঠনা জেগে,মুছনা জল,
               দেখা না তোর বল;
কর্ম করে চল না তুই
               দেখ না কী হয় ফল!
রাতের জোনাকি,ভোরের পাখি
              যে টুকু সময় জাগে,
আপন ছন্দে পরমানন্দে
              কর্ম করে বেগে।
গাছের পাতা ফুলের রেণু
              প্রকৃতির সব,
জপে শুধু সারা ক্ষণ
              কর্ম কর্ম স্তব।
প্রকৃতিও যেন আপন সুরে
            বলে সারাক্ষণ--''কর সৃষ্টি কর
            সৃষ্টিয়েই তো মানবধর্ম,
            সৃষ্টি এই তো অমর!''
তবে কেন মিছে বসে আছুস
                ভাগ্যের খাতা খুলে,
নে না তুই কর্ম বলে
                ভাগ্যের কলম তুলে!