হয়েছে সময় দাও বিদায়
আর বলো না কথা।
মাপ করে হে আত্মীয়,স্বজন
যদি পাও  ব্যাথা।


মাটির ঘরে, মাটির মানুষ
যাচ্ছি একা চলে।
ভাই,বন্ধু,আত্মীয়,স্বজন
ভেসোনা চোখের জ্বলে।


পাহাড় সমান টাকা রেখে
যাচ্ছি আমি একা।
ছোট্ট আমার বদ্ধ ঘরে
পাবো না কারো দেখা।


দুনিয়ার তালে ব্যস্ত জীবন
দুনিয়ায়ই ছিল বড়।
সাধটা ছিল বড় হওয়ার
যতই আসুক  ঝড়।


সাধের মধ্যে সাধ্য হলো
পূর্ণ হল সব।
ক্ষণিকের জন্য আমি
গেলাম ভুলে রব।


ডাক পড়ছে আমার রবের
যেতে হবে ভাই।
লাশটা আমার নাও তো কাঁধে
আর চলো যাই।