আব্দুল হাই
করে খাই খাই,
সব কিছু তার চাই
লাথি মেরে বলে ভাই।


যা পায় তা খায়
কচু পাতা ,লতা খায়,
আলু-ভাজা মুলা খায়
পান খেয়ে গান গায় ।


ইঁদুর  বিড়ালের দৌড় খায়
নেড়া মাথায় কিল খায়,
হাঁটু গেড়ে পানি খায়
উঁচু -নীচু গালি খায় ।


আম গাছে, জাম চায়
জাম গাছে কুল,
চলনে -কৌশলে
হাজার ও করে ভুল ।


সবকিছু তার চাই
মরা গাছে আম চাই,
আব্দুল হাই
করে খাই খাই। ------


(কিছু মানুষ আছে এই সমাজে)