ক্ষণ ক্ষণে শীতে
সকাল সন্ধ্যা রাতে।
হিম শীতল বায়ুতে
শিশির ভেজা মাঠেতে
ঘাস ফুল ফুটে
কাঁথাহীন মানুষের স্বপ্ন
গুলো টুঁটে।


হাঁড় কাঁপানো শীতে
মেঘ বৃষ্টির রাতে
ময়লা আবর্জনার স্তূপেতে
রাতদিন শুয়ে একটুখানি
স্বপ্ন দেখে যারা।
বিত্তবানের বিবেকটা উঠুক
দিয়ে সাড়া-------


তাঁরাও মানুষ আমরাও মানুষ
মানুষ খোদার সৃষ্টি।
অবহেলিত মানুষ গুলোর কল্যাণে
দাও সবাই দৃষ্টি------