লা ইলাহা ইল্লাল লাহু
মোহাম্মাদুর রাসুলুল্লাহ ।
এই কালেমার ধারক বাহক
তিনিই হাবিবুল্লাহ।


খোদার প্রিয় বন্ধু তিনি
মানবতার শিক্ষক।
যুগ থেকে যুগান্ত রে তিনিই
সেরা দক্ষক।


দক্ষ নবী মোহাম্মদ ছিলেন
সবার ভালো।
দীন ইসলাম প্রচার করে
করেন জগত আলো।


আকাশ বলে চন্দ্র বলে
বলে দিনের রবি।
মোহাম্মদের জন্য হয়েছে সৃষ্টি
দু- জাহানের সবিই।


মোহাম্মদ ছিলেন সবার প্রিয়
আঁধার রাতের আলো।
যদি পড় মোহাম্মদী
হবে তুমি ভালো। ---


মক্কা নগরীর কুরাইশ বংশে
মা আমেনার কুলে।
জন্ম নিলেন মুহাম্মদ
১২ই রবিউল আউয়ালে।---