ভাষা দিবস  আসলে যেন
মনটা কেমন করে।
অনেক ছেলে মিছিলে গিয়ে
আর ফিরেনি ঘরে।
ভাষার জন্য মিছিলে গেল
মায়ার বাঁধন ছিড়ে।
তাদের মায়ের চোখের অশ্রু
আজ অবধি ঝরে ।


মিছিলে গিয়ে রক্ত দিয়ে
জীবন করল দান।
এনে দিল বাংলা ভাষা
অমর একটি গান।


তোমার ভাষা,আমার ভাষা
বাংলা ভাষা সবার ।
ভাষার জন্য দিয়েছে প্রাণ
রফিক,বরকত, জব্বার ।


ভাষার জন্য লড়াই করে
রাখল দেশের মান।
বীর বাঙ্গালী শ্রদ্ধা ভরে
তাদের করে সম্মান।


বাংলা আমার প্রাণ, বাংলা আমার ভাষা
বাংলাদেশের মানুষ আমরা,কৃষক, শ্রমিক চাষা।---------