নয় মাসের যুদ্ধ শেষে
মুক্তি সেনারা বীরের বেশে।
আনল সোনার দেশ
লাল সবুজের বাংলাদেশ।


তিরিশ লক্ষ শহীদের
রক্তের দামে  কেনা।
স্বাধীন বাংলার ইতিহাস
সব মানুষের জানা।


বিজয় দিবস আসলে যেন
মনটা  কেমন করে।
অনেক ছেলে যুদ্ধে গিয়ে
আর ফিরেনি ঘরে ।
মুক্তি সেনারা যুদ্ধে গেল
মায়ার বাঁধন ছিড়ে ।
তাদের মায়ের চোখের অশ্রু
আজ অবধি ঝরে ।


যুদ্ধে গিয়ে রক্ত দিয়ে
জীবন করল দান ।
এনে দিল বাংলাদেশের স্বাধীনতা
অমর একটি গান ।
মুক্তিযোদ্ধারা জীবন বাজি যুদ্ধ করে
রাখল দেশের মান।
দেশ ও জাতি শ্রদ্ধা ভরে
তাদের করে সম্মান ।-------------------