মধুমতি নদীর তীরে
টুঙিপাড়া গ্রামে।
জন্ম নিল একটি খোকা
শেখ মুজিবুর নামে।----


টুঙিপাড়া গ্রামটি
তখন ছিল অখ্যাত ।
অখ্যাত সেই টুঙিপাড়া আজকে
নাকি বিখ্যাত।-----


বিখ্যাত হওয়ার আছে কারণ
বলতে নেই মানা।
ঘুমিয়ে আছেন জাতির পিতা
সব মানুষের জানা।


গ্রামের ছেলে মুজিবুর
ছিলেন সবার মান্য।
বিখ্যাত আজ টুঙিপাড়া
শেখ মুজিবের জন্য।------