তোমাকে দেখার স্বাধ আমার আজও গেলো না
কিন্তু তোমায় এখন আমি আর কোথাও দেখি না...
কতশত মুখ দেখি তোমায় দেখি না,
মায়াভরা চোখ দেখি তোমায় দেখি না...
পবিত্র তীর্থ থেকে নিষিদ্ধ নগরী
সর্বত্রই খুজেছি তোমায়-
কোথাও তোমার দেখা মেলেনি...
তোমার ওই অপলক চেয়ে থাকা
আমি আর কোথাও দেখি না।


ফসলের মাঠে কত গান গাওয়া পাখি দেখি
শ্যামলী গায়ের কত পান খাওয়া ঠোট দেখি
সবুজ অরন্যে কত ফুল-লতা-পাতা দেখি
চোখ মেলে চারদিকে কত হাসি-খুশি দেখি
তোমার ঐ নির্মল হাসিমাখা মুখখানি
আমি আর কোথাও দেখি না-
প্রকৃতির মাঝখানে তোমার হারিয়ে যাওয়া
উদাসী দৃষ্টি আর এলোমেলো উড়োচুল
আমি আর কোথাও দেখি না।


তোমাকে দেখার স্বাধ আমার আজও গেলো না
কিন্তু তোমায় এখন আমি আর কোথাও দেখি না।।