ভেবেছিলাম তোমাকে জ্বালাবো
জ্বালিয়ে ছারখার করবো
মিষ্টি রোদে পাখনা মেলে
তোমায় সারাজীবন জ্বালাতন করবো
নীল আকাশকে ক্যানভাস বানিয়ে
কষ্টের তুলিতে সুখের রংধনু আকবো
আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা ছড়িয়ে
তোমার মেরুবরফ গলাবো ।


কিন্তু তোমাকে জ্বালানো হলো না
বরফ গলানো হলো না
বারোটা বেজে গেছে
সময় হয়েছে আকাশে উড়ার
তোমার বরফ অন্য কেউ গলাবে
তোমার হৃদয় অন্য কেউ পোড়াবে
তোমার অগ্নি আমার পাখায় লাগিয়ে
চললাম উর্দ্ধপানে
অনন্ত অসীমে...