ঐ চাদঁ যতটুকু মধু ঢালছে
তার সমানুপাতিক হারে বিষ!
ওগো নন্দনতত্বে বিশ্বাসি কবি,
তুমি প্রবল উৎসাহে পান করো মধু
আমি আকন্ঠ পান করছি বিষ!
যদি বলো যুক্তি কি? ভুল উপমা।
আমিও বলবো,যুক্তি কি? ভুল উপমা।
আসলে মধু আছে তোমার হৃদয়ে
তুমি তাই ঢালছো..হয়ে যাচ্ছে মধু জোৎস্না
আমি ঢালছি বিষাক্ত শাদা ফেনা..