আমি এখন আদার ব্যাপারী
তাই রাখিনা জাহাজের কোনো খোঁজ
রাখিনা খোঁজ কোথায় যে তার বাড়ি
কোন বন্দরে নোঙর ফেলে রোজ।
কান ভুলে গেছে কুলির হাকাহাকি
ভুলে গেছি সব আমদানি করা সুখ
আমার ব্যবসা বদল পাকাপাকি
ফসলের ক্ষেত এখন আমার বুক!


ভালো কি ছিল,বড় বড় সব কারবার?
কত নাম-ডাক,কত যে নকল মুখ!
হয়তো ছিল-ভাবিনা এখন আর
ভেবে লাভ কী? বাড়বে শুধুই অসুখ!


ভালবাসা এখনও সহজ কিছু নয়
ভালবেসে এখনও ফতুর হয় যে হৃদয়।