কতদিন পর তুমি,
আমার ডায়েরির পাতা শেষ হয়ে গেছে
বসন্তের পর বসন্ত
ফালগুনের পর ফালগুন
আমি আর হিসাব মিলাতে পারছিলাম না
এই সময় আবার তুমি!
কতদিন পর!


যে মাতাল সাগরে ঢেউ উঠেছিল কৈশোরে
মেঘের ফাকে ডানা মেলেছিল যে চন্ডি
সে স্তব্ধ হয়ে গিয়েছিল, পাতালে নেমেছিল বিচ্ছিন্ন ডানা
সেই লৌহিত্যে আবার জোয়ার আসল
আমার চোখের পানি...
কতদিন পর তুমি!


আমাদের আবার দেখা হবে!
ভাবিনি,ভেবেছিলাম এই সূর্য কিরণে
আর কখনো তোমায় দেখতে পাব না
অন্ধকারেও নয়
ভেবেছিলাম তুমি কখনোই আমার আর স্বপ্ন হবে না
আমার বিস্ময়ের তাক চূর্ণ করে
আবার তুমি!
আমার স্ফুলিঙ্গ চোখের মনিতে
কতদিন পর....