এ ছোট্ট জীবনে আজ-


অবোধ বালক লাগে
ভালোই ছিলাম আগে,
সময় বয়স দোষে
আজব ঘটনা রেষে,
অতৃপ্ত লাগে মনকে;
পারি-না বোঝাতে শেষে
মেনে নিই হেসে হেসে,
ভালোবাসি এ-জীবনকে।


জানি-এ জীবন ভব
ওঠা-নামা আছে তব,
কিশোর বেলাতে আজ
কেন এ যোদ্ধা সাজ?
ধৈর্য্যর বাধ সীমাহীন?
উঠতি জীবনে দেখা
রঙ-বেরঙের সখা,
নানা রঙে রাঙা রঙিন।


এ কোন আক্ষেপী সাজ!!!!


ভাবনার উৎপত্তি:: আজ একমাস হলো ঘর ছেড়ে অনেক দূরে আছি।।উদ্দেশ্য  জীবন গড়া।। নতুন পরিবেশ,নতুন কলেজ, নতুন বন্ধু,নতুন রুম আর রুমমেট।।অনেকের কথাবার্তা,আচার-আচরণ পছন্দ হচ্ছে না, মানিয়ে নিতে হচ্ছে।।নিজের এমন। কিছু জিনিষ আছে যেগুলো কাউকে দিই না,ওগুলো অন্যকে ব্যবহার করতে দিতে হচ্ছে।।এমনি একটা প্রিয় বস্তু অন্য নিয়ে নষ্ঠ করে ফেললে এমন আক্ষেপ জন্ম নেয়।।